*           ##কে তুমি লাবণ্যময়ী##


কী নাম তোমার কোথায় থাক আমায় ধরা দিলে
আজ প্রভাতে দেখতে পেলেম নামছ যখন ঝিলে।
এক পলকেই ভালোবাসা উঠছে যখন জমে
সরে গেলাম ওখানে থেকে আমি কোনোক্রমে।


নাইবা পেলাম নাম-ঠিকানা নিলেম ছবি এঁকে
রেখে দিলেম মনমুকুরে গোলাপ দিয়ে ঢেকে।
পেলাম তোমায় পঞ্চমীতে মাঘের শুক্ল তিথি
অঙ্গে তোমার শুভ্র বসন কে তুমি অতিথি?


এ পাওয়া তো পরম পাওয়া একান্তে নির্জনে
টের পেলে না উপস্থিতি, হারাই নীলাঞ্জনে।
কাটল কি কাটল না আঁচড় মরমি অন্তরে
আমি আদৌ ভাবছি না তা হৃদয় গেছে ভরে।


দেখেছ কি আমায় তুমি হয়নি আমার জানা
চিরকালই আমার কাছে রইবে তা অজানা।
শিউলিফোটা ভোরে আমি তোমায় নেব খুঁজে
আমার ভাবনা কেমন করে বোঝাব সবুজে।


##অজিত কুমার কর