চক্ষু বুজে বসেছিলাম ঘন আঁধার রাত
এমন সময় রাখল এসে হাতের 'পরে হাত।
অন্ধকারে হারিয়ে গেছে আগন্তুকের মুখ
কোমল হাতের স্পর্শ তবু জাগায় মনে সুখ।


সামনে নদী নীল যমুনা কত প্রাণোচ্ছল
অপূর্ব এক অনুভূতি রুমুর ঝুমুর মল।
নৌকো ভাসাই নদীর বুকে আমার হাতে হাল
হাসিটি তার স্রোতের সাথে মিলায় যেন তাল।


একটু শুধু চাঁদের আলো ঢেউগুলো ঝিকমিক
আবেশভরা ওর দুচোখে খুশিরা চিকচিক।
শঙ্খধ্বনি আসছে ভেসে নদীর পাশে গ্রাম
রাধাকৃষ্ণের পূজার্চনা ওটাই ব্রজধাম।


পায়নি প্রকাশ সেদিন রাতে কী তার পরিচয়
তবুও তার উপস্থিতি করলো হৃদয় জয়।
নৌকো, নদী, আঁধার রাতি, দেখল অভিসার
পানসি নিয়ে এখনও তাই করছি পারাপার।