*               কেড়ে নিলে
              অজিত কুমার কর


            খোকন এসেছে ফিরে        
              জলধির বুক চিরে
    একটি নিরীহ প্রাণ নিলে তুমি কেড়ে।
           কত প্রাণ তোমা মাঝে  
           নানা রূপে নানা সাজে
    তোমার পরম স্নেহে ওঠে তারা বেড়ে।
  বড় সাধ ছিল সাগরে সে কাটিবে সাঁতার
তোমার রুদ্ররূপের কাছে মেনেছে সে হার।


               জীবন, জলের নাম      
              প্রভাতে কুহেলি যাম
      মৃত্যুর কারণ হ'লে, ব্যাকুল জননী।
                বাঁচার রসদ শেষ          
               চেয়ে রয় অনিমেষ
     মুহূর্তে উধাও হাসি, জীবন এমনি।
কোথায় লুকিয়ে আছে মহা পৃথিবীর বুকে
পাবে না কখনো খুঁজে, থাক ওখানেই সুখে।