সাঁকোর মাথায় গাছে
ছাগল বাঁধা আছে
একটুখানি ছাড়া পেলেই
তিড়িং-বিড়িং নাচে।


আমার পায়ের চাপে
বাঁশের সাঁকো কাঁপে
সাঁকোর নীচে পড়ল চোখে
ব্যাং ধরেছে সাপে।


বসি গাছের ছায়ে
লাগছে হাওয়া গায়ে
পিঁপড়েগুলো কোথায় ছিল
উঠল আমার পায়ে।


দেখি নয়ন মেলে
ওইখানেতে গেলে
ধোপা কেমন কাপড় কাচে
কন্যা তখন খেলে।


এগোই পা-পা করে
সরু পথটি ধরে
আমায় দেখে উঠল হেসে
খুশিতে মন ভরে।


তাল সুপারির সারি
নেইকো পথচারী
ওখান থেকেই খুকুর বাবা
চালায় নজরদারি।