খুকুর স্বপ্নপূরণ
অজিত কুমার কর


মেঘপরিদের আনাগোনা চলছে আকাশতীর্থে
কেবল ওরা ব্যস্ত থাকে, মনভোলানো নৃত্যে।
ঘাম ঝরে না একটুও গা'য় মাটি রুক্ষ শুষ্ক
কী করে ক্ষেত চষবে চাষি, মনে বড়ই দুঃখ।


বাতাস এখন হয় না ভারী ভেজাফুলের গন্ধে
ফুরিয়ে এলো দিনের আলো ঘনায় শ্রাবণসন্ধে।
কাঁপছে না তো দীপের শিখা থমথমে নিস্তব্ধ
খুঁজছি কারণ মানুষ কী তাঁর নিজেই দোষেই জব্দ।


যেখানে গাছপালা বেশি হচ্ছে প্রবল বৃষ্টি
ভাবনাতে ভুল নেইকো কোনও অবাধ্যতাই কৃষ্টি।
সৃজনে নেই মানুষ কেবল ধ্বংসে সিদ্ধহস্ত
আপন ভুলেই ভবিষ্যতে হারাবে সমস্ত।


পাততাড়ি গুটোবে এবার বঙ্গ থেকে বর্ষা
শ্রাবণের আর কদিন বাকি, শরতে নেই ভরসা।
পেট ফুলিয়ে ডাকে না ব্যাঙ ডাকে কেবল ঝিল্লি
তদারকি করবে এবার আমার পোষা বিল্লি।


গভীর রাতে প্রলয় নাচন বৃষ্টি সাথে ঝঞ্ঝা
স্বপ্নপূরণ করল পরি চাইছিল এই মন যা।
চতুর্দিকে জল থইথই রাস্তা লন্ডভন্ড
দাপিয়েছে রাত্রে যেন হাজার মত্ত ষণ্ড।


© অজিত কুমার কর