কী মায়াবী চোখ


কী বাঁধনে বাঁধল আমায়
ওই মায়াবী চোখ
এক-পা এগোই দু'পা পিছোই
অন্তরের টান একটা ছিলোই
হঠাৎ যেন বেরিয়ে এলো
প্রদীপ্ত আলোক।


আলোর স্রোতে ভেসে গেলাম
দিশাহীন পথিক
কে দাঁড়িয়ে সামনে আমার
মনোবীণায় ওঠে ঝংকার
ওই আলোকে আলোকিত
তখন চতুর্দিক।


একটু পরে ফিরে পেলাম
হারানো সম্বিত
কোথায় তুমি সম্মুখে নেই
যা দেখেছি এক পলকেই
কোথা থেকে আসছে ভেসে
অপূর্ব সংগীত!


কীসের জন্য সামনে এলে
নাকি দেখার ভুল!
এ যেন এক স্বপ্ন অলীক
ক্ষণতরে একটু ঝিলিক
তবে কী হায় ছিলাম আমি
তোমাতে মশগুল।


#অজিত কুমার কর