কিছু নাই ওড়ে ছাই
অজিত কুমার কর


শুভলগ্ন কীসে মগ্ন চিত্ত ভগ্ন কেন
স্তব্ধ গতি দীপ্র অতি দিব্যজ্যোতি যেন।
হাস্য মুখে থাকো সুখে শক্তি বুকে কত
শৃঙ্গ সাদা চক্ষে ধাঁধা চূর্ণ বাধা যত।


ঝঞ্ঝা ঝড়ে শিলা নড়ে তবু চড়ে চূড়ে
যে নির্ভয় পাবে জয় সে তো নয় কুঁড়ে।
কী আনন্দ পা'য়ে ছন্দ ভালোমন্দ মেশা
উচ্চ শির মনস্থির আরোহীর নেশা।


জন্ম ভবে শিক্ষা লবে কেন তবে ভীতি
হল দেখা যাবে একা  মর্মে লেখা গীতি।
হবে ছাই তুমি নাই খুঁজে পাই অস্থি
শুভক্ষণে বিসর্জনে প্রাণে মনে স্বস্তি।


আমাদের জীবনের টানে জের কেউ
ফেনা ভরে সমাদরে ধৌত করে ঢেউ।
কোথা ধাম কীবা নাম পরিণাম এক
যেনতেন প্রকারেন খুঁজি কেন ঠেক?


কেন আসি দুঃখে ভাসি শেষে কাশীধাম
রই চেয়ে তরি বেয়ে যায় পেয়ে দাম।
কেবা অরি ওহে হরি কীবা করি আর
যেয়ো নাকো পাশে থাকো খুলে রাখো দ্বার।


© অজিত কুমার কর