কীসে সেরা
অজিত কুমার কর


কীসে সেরা ধরার মানব?
কুবুদ্ধিতেই সেরা,
ঠান্ডা-মাথায় নিধন কর্ম
করতে পারে এরা।


কী মতলবে ঘোরে মানুষ
টের পাবে না আগে,
অতর্কিতে ঝাঁপায় ঘাড়ে
শিকার তখন বাগে।


অর্থ এবং সমরাস্ত্রে
বিশ্বে বলী যারা,
সবার ওপর ছড়ি ঘোরায়
ইচ্ছেমতো তাঁরা।


অতিমারী চলছে এখন
মানুষ মরল কত,
তার উপরে আবার যুদ্ধ!
ক্ষতের ওপর ক্ষত।


আগ্রাসীভাব ভোগাসক্তি
মানুষ পোষণ করে
সেই আগুনে নিরীহ প্রাণ
দগ্ধ হয়ে মরে।


© অজিত কুমার কর