একগুচ্ছ ক্লেরিহিউ


রবীন্দ্রনাথ ঠাকুর
কণ্ঠে তাঁর মিহিন সুর
দাড়িতেই চেনা যায়
নোবেল ঝোলে গলায়। ১


মাতঙ্গিনী হাজরা
গ্রাস করেনি জরা
সংগ্রামী মন শহিদ
রক্তে অদম্য জিদ। ২


কাজি নজরুল ইসলাম
সেলাম, তোমায় সেলাম।
তুমি বিদ্রোহী বীর
সর্বদা উচ্চ শির। ৩


বীর বিপ্লবী ক্ষুদিরাম বোস
করতে শিখেনি কখনো আপোষ।
ফাঁসি দিয়ে তাঁর জীবন হরণ
বিপ্লবীদের হয় না মরণ। ৪


প্রীতিলতা ওয়াদ্দেদার
বীর সন্তান ভারতমাতার।
মাকে বলা হয়নি রানির
সায়নাইডে ধুকপুক স্থির। ৫


মাষ্টারদা সূর্য সেন
এড়ানো দায় দৃষ্টি শ্যেন।
নির্মমতা কাড়ল প্রাণ
শবেরও নেই পরিত্রাণ। ৬


তাপস কুমার পোড়েল
খায়,খাওয়ায় কতবেল।
কেউ যদি চাও খেতে
বল 'দাও' হাত পেতে। ৭


বিমল কুমার রায়
রোজ খাতা ভরায়।
ছবি তুলে পোস্ট করে সে
নেটে বেড়ায় ভেসে ভেসে। ৮


বিনয় কুমার লাহিড়ী
উত্তরণের এক সিঁড়ি।
তিনি অঙ্কে সুপণ্ডিত
রাশভারী খুব বরন পীত। ৯


অসীমানন্দ গোবিন্দ দাস
বোষ্টম নয় নেয়নি সন্ন্যাস
ভোজনরসিক বন্ধু আমার
বুদ্ধি ও তাঁর খুব ক্ষুরধার। ১০


© অজিত কুমার কর