@              কবে দেবে সাড়া
                অজিত কুমার কর


    মোহনাতে ওই যে ব-দ্বীপ বিশাল বালুচর
   চাইলে গিয়ে বাঁধতে পারি জীবন-খেলাঘর।
               সাগর নদীর মহামিলন
            প্রেম-জোয়ারে ভাসব দুজন
  আকাশ-নীল আর সাগর নীলে ভরাব অন্তর।


    ময়ূরপঙ্খি বানিয়ে নেব করতে যাতায়াত
  পেয়ে যাব মাথার উপর নীলরঙা ওই ছাত।
           লাগবে হাওয়া এলোচুলে
             নৌকাখানি উঠবে দুলে
পাশে গিয়ে আমি তখন ধরবো তোমার হাত।


     চরের ওপর গজিয়েছে ঘন সবুজ ঘাস
   মখমলি ওই শয্যা 'পরে মধুর রাত্রি বাস।
           তারার আলো রাত-আকাশে
            চাঁদ-জোছনায় ভুবন ভাসে
     দ্বীপ রাজ্যে সারা বছর চলবে মধুমাস।


   এসব মনের গোপন কথা, মৌন হয়ে রই
এতদিনেও তোমার থেকে পেলাম সাড়া কই।
          তোমার মনের পাই না হদিস
          কোন কাননে দাও তুমি শিস
আরোহণের পথ দেখালে কেড়ো না ওই মই।