কবে পাবে খাদ্য ও ঘর
অজিত কুমার কর


জানে না কে তাঁর পিতা দেখে শুধু মাকে
দুধ নেই বুকে তাঁর রুগ্ন শরীর
কী খেয়ে বাঁচাবে প্রাণ দৃষ্টি উদাস
মায়ের কপোল বেয়ে ঝরে আঁখিনীর।


যেখানে সন্ধ্যা হয় সেখানেই বাস
মরা ডালপালা জ্বেলে খাবার বানায়
একমুঠো ভাত আর একটুকু আলু
একপাতে এভাবেই পথপাশে খায়।


পথশিশু নাম দেয়, দেয় না খাবার
যারা দেয় কক্ষনো আসে না তো কাছে
ঘৃণাভরে চলে যায় দূরত্ব রেখে
হাত পেতে কিছু ওরা চেয়ে ফেলে পাছে।


কে নেবে এদের ভার কোথা সেইজন
পুস্তকে লেখা আছে সম অধিকার
ওখানে লুকিয়ে আছে সাম্যের বাণী
ক্ষমতা যাদের হাতে নেইকো বিকার


সকলের সাথে নাকি সবার বিকাশ
আড়ালে বিধাতা হাসে নীরব নিথর
গণতান্ত্রিক দেশ এই তার রূপ!
পথশিশু পাবে কবে খাদ্য ও ঘর?


© অজিত কুমার কর