কবে সংক্রান্তি
অজিত কুমার কর


ক্যালেন্ডারের পাতায় আমি
নিত্য নজর রাখি পৌষের ক'দিন বাকি
জমিয়ে পায়েস-পিঠা খাব
সেটাই ভাবতে থাকি।


নলেনগুড় না হলে কী আর
পিঠা খাওয়া জমে একবাটি প্রথমে
আমি মোটেও না বলি না
জোগায় ক্রমে ক্রমে।


এ খাওয়া তো সংক্রান্তিতে
ঘুম ভেঙে যায় ভোরে দুধে সিদ্ধ ক'রে
আবার দেবে গণ্ডা পাঁচেক
ভোজন উদর ভ'রে।


মাঘের পয়লা খলাবিশ্রাম
চাষিদের আচারে, মন শুধু আহারে
ভিখারিরাও পিঠার আশায়
দাঁড়ায় এসে দ্বারে।


© অজিত কুমার কর