কবিবন্ধু
অজিত কুমার কর

শিখছি রোজই শিখেই যাব
সারাজীবন ধরে,
নুড়ি কুড়োই সাঁঝ অবধি
আমি নদীর চরে।

অবসরের পরে আমার
এই জগতে আসা,
বর্ণ দিয়ে শব্দ গড়ি
মধুর বাংলা ভাষা।

বন্ধু তখন সহকর্মী
ক্লাসের ছাত্র ছাত্রী,
শুধুই অঙ্ক শিখি শেখাই
সকাল থেকে রাত্রি।

এখন বন্ধু বাংলা ভাষার
কয়েক হাজার কবি,
খাতার পাতায় যাচ্ছি এঁকে
বর্ণ দিয়ে ছবি।

মহানন্দে কাটছে জীবন
বিদ্যাদেবী পাশে,
যা বলে দেন সেটাই লিখি
শুনেই দেবী হাসে।

© অজিত কুমার কর