তোমার সাথে আলাপ আমার এক ফাগুনে
মনটা সেদিন হারিয়ে গেছে সেই বিকেলে
তোমার পরশ দেয় শিহরন কাব্য গুণে
কেমন করে সময় ফুরায় তোমায় পেলে।


রোজ তোমারে রাঙাই আমি স্বপ্ন দিয়ে
আজ দুজনে শামিল হবো খুশির দোলে
দেখবো তোমার মোহিনী রূপ রং লাগিয়ে
আপন রঙে কৃষ্ণচূড়া কী ঝলমলে!


তোমায় ছাড়া একটি দিনও চলে না যে
জানিয়ে দিলাম গোপন কথা আজ কবিতা
তুমি আমার প্রাণের আরাম সকাল সাঁঝে
হয়তো তুমি জানো সবই প্রাণের মিতা।


তোমার নামেও দিবস আছে কজন জানে
একুশে  মার্চ এলেই জুঁইয়ের মালা গাঁথি
শাল্মলি দিই খোঁপায় গুঁজে, পলাশ কানে
যদিন বাঁচি তুমিই আমার জীবনসাথি।