*       কল্যাণকামী জননী


বিপদের দিনে কেউ না আসুক
              মা ঠিক দাঁড়ায় পাশে
যতই কষ্ট থাকুক ভিতরে
              অমলিন হাসি হাসে।
    দ্বিধা বা দ্বন্দ্বে ভোগে না জননী
    যাহা প্রয়োজন বাড়ায় তখনি
আপন সুখের পরোয়া করে না
              করে সব অনায়াসে।


মায়ের মর্ম বোঝে না যেজন
              নিশিদিন অবহেলা
ভাবে না আদৌ কীভাবে সে এল
             জননীকে হেলাফেলা।
    তবুও জননী কল্যাণকামী
    আপন হতেও সন্তান দামি
যতদিন বাঁচে আগলিয়ে রাখে
              ভেবে ভেবে কাটে বেলা।


##অজিত কুমার কর