করো না বঞ্চিত
অজিত কুমার কর


শাল্মলি পেয়েছে রং জারুল-অশোক
কার্পণ্য করোনি দিতে মহত্ত্ব তোমার
কাঞ্চন-করবী-জবা-কুসুম-কিংশুক
তুমি তো রাজাধিরাজ পরম উদার।


এ অধম অতি দীন করো না বঞ্চিত
যে রং দাও না কেন মহামূল্য মণি
প্রেরণা জোগাবে রং সর্বদা আমায়
জানি তা হবেই প্রভু সুধা সঞ্জীবনী।


মুহূর্তে বদল করে রং বহুরূপী
ওটাই বাঁচার মন্ত্র কে দিয়েছে ওকে
তুমি ছাড়া কেউ নয়, অগতির গতি
তোমার অবাধ যাত্রা ভূলোকে দ্যুলোকে।


ত্রিবর্ণ রঞ্জিত ধ্বজা ভারত-গৌরব
রঙের মাহাত্ম্য কী তা সকলেই জানে
রক্তচক্ষু দেখে থামে দ্রুতগতি ট্রেন
চালক  ভালোই জানে সবুজের মানে।


রং শুধু রং নয় আলোকবর্তিকা
দুর্গম পিচ্ছিল পথে জোগাবে সাহস
দুঃসাহসী অভিযাত্রী করে শৃঙ্গজয়
করে যাব আজীবন চেষ্টা নিরলস।


© অজিত কুমার কর