কোথায় গেল চাঁদিয়াল
অজিত কুমার কর


আমার ঘুড়ি লাল চাঁদিয়াল
হলদেটা পেটকাটি
ওই ঘুড়িটা রাজকুমারের
খেলছি কাটাকাটি।


উড়ছে দুটোই খুব উঁচুতে
নয় তা কাছাকাছি
না জড়ালে যায় না কাটা
সেই সুযোগেই আছি।


ছাড়ছি সুতো গুটাচ্ছি ফের
দুজন দুটো ছাদে
রাজুর বাড়ি একটু দূরে
দু'তিনটা ঘর বাদে।


বাতাসের বেগ কমাবাড়ায়
ঘুড়িও ওঠে নামে
এক জায়গায় স্থির থাকে না
সরে ডাইনে বামে।


জড়িয়ে গেছে ওর ঘুড়িটা
আমার ঘুড়ির সাথে
ছাড়ছি সুতো ছেড়েই যাচ্ছি
লাটাই আমার হাতে।


লাল চাঁদিয়াল কোথায় গেল
যাচ্ছে না আর দেখা
হেরে গেলাম রাজুর কাছে
নেমে এলাম একা।


© অজিত কুমার কর