কোথায় পাবে এমন মরদ
অজিত কুমার কর


কোথায় পাবে এমন মরদ
কানায় কানায় ভর্তি দরদ
পাও তো আনো খুঁজে,
পাবে না তা ভালোই জানি
খাবে নাকানিচোবানি
বলছি তা চোখ বুজে।


কেউ দেবে না শালুক তুলে
প্রাণ হারাবে সে অকূলে
মুখ ফেরাবে শুনে,
খোঁপায় তোমার বুঝবে কেবা
ব্যথায় কেবা করবে সেবা
কাটবে প্রমাদ গুনে।


আর হেসো না শুকনো হাসি
টাটকা কোথায় ওসব বাসি
এই দেখো গোলাপ,
হাসতে শেখ ফুলের মতো
তোমাকে আর বলব কতো
এ হাসি নিষ্পাপ।


বল, আমি মন্দ  কীসে
কী বুঝেছো সঙ্গে মিশে
কপট আমি নই,
তাইতো আমি করি বড়াই
উলটো বললে কথার লড়াই
কী বুঝলে ও সই?


© অজিত কুমার কর