কোথায় সহৃদয়তা
অজিত কুমার কর


বিলিয়ে দিয়েছে সবটুকু রং নিঃস্ব ওরা এখন
শুধু দোল খায় ভাবি প্রজন্ম শাল্মলি কিংশুকে  
সবুজে ভরেছে শাখা ও প্রশাখা অখণ্ড নিরবতা
ফুল নেই তাই মানুষ আসে না জমছে বেদনা বুকে।


এখন চৈত্র বাতাসে আগুন পাখিরা পাতার আড়ে
ওদের সাথেই চলে কানাকানি সংগীত উপহার
এটাই প্রাপ্তি তপ্ত দুপুরে বন্ধন অক্ষয়
রোদ কমলেই উড়বে আকাশে ফিরবে সাঁঝে আবার।


সহানুভূতির একটা চিহ্ন পাবে না কোথাও খুঁজে
প্রাণীদের মতো উদ্ভিদও ধুঁকে প্রচন্ড উত্তাপে
মেঘ না জমলে বৃষ্টি হবে না প্রাণ করে আইঢাই
কত কচিপাতা অকালেই ঝরে বুক কাঁপে সন্তাপে।


প্রকৃতির মতো এমন আপন কেউ নেই ধরণিতে
বাঁচার রসদ সবটা জোগায় মা'র মতো মমতায়
তাই আছে প্রাণ, পাখি গা'য় গান আনন্দ উৎসব
মানুষের কাছে কিছু প্রত্যাশা করা বুঝি অন্যায়!


© অজিত কুমার কর