*              কোথায় গেল সোনালি মাছ
                      অজিত কুমার কর


কাটবো সাঁতার তোদের সাথে আমায় তোরা সঙ্গে নিবি?
হাঁপিয়ে গেলে, রাখছি বলে, অক্সিজেনের জোগান দিবি।
                সাঁতার কাটি পুকুর-ডোবায়
                 আমার মতো সবাই ঝাঁপায়
  এতদিন তো ডাঙায় আছি দেখি রোজ দুবেলা টিভি।


  আমারও চাই তোদের মতো মনোহরণ পাখনা দুটি
   ডাঙায় খুবই পারদর্শী সবার চেয়ে জোরসে ছুটি।
                 ওখানে তো সাহায্য চাই
                 কারো সাথে পরিচয় নাই
হাসিস কেন আমার কথায় মুখ ফিরিয়ে দোলাস ঝুঁটি?


নামবো না রে আজকে জলে মায়ের কথা পড়ছে মনে
    না জানিয়ে এসেছি রে, দুপুরবেলা সংগোপনে।
                মা গো তোমায় যাচ্ছি বলে
                 ডুববো এবার সাগর জলে
ভয় পেয়ো না, ফিরব ঠিকই, রামও তো যায় গহিন বনে।


কী রে খোকা, কী হলো তোর, মারিস কেন এমন লাথি
  আজেবাজে স্বপ্ন দেখিস, ঘুমো এখন, গভীর রাতি।
                  কোথাও আমি যাইনি চলে
                 শুয়ে আছিস আমার কোলে
ভয় কী রে তোর, কী দেখেছিস, বুনো শুয়োর, বাঘ না হাতি।


  খুব সকালে ঘুম ভেঙেছে মা উঠেছে আমার আগে
সোনালি মাছ কোথায় গেল আমার খুবই অবাক লাগে।
                  যা দেখেছি শোনাই মাকে
                হাসির ঝিলিক ঠোঁটের ফাঁকে
চল দুজনে ঘুরে আসি খোলা হাওয়ায় গোলাপ-বাগে।