কোথায় সুজন


জন্মলগ্ন থেকেই আমি যাচ্ছি খুঁজে মনের মানুষ
মায়ের গন্ধ মায়ের আদর
আমার দিকে তীক্ষ্ণ নজর
আজও তো মা তেমনি সজাগ আকাশপথে রঙিন ফানুস।


মায়ের মতো বাবাও আমার এগিয়ে যাবার সাহস জোগায়
প্রয়োজনে সর্বদা পাই
বিঘ্ন বলে পালাই পালাই
ওদের মতো আর কে আছে এমন মানুষ এ মন যা চায়।


হাটবাজারে রাস্তাঘাটে স্কুলকলেজের অঙ্গনেও
পাইনি খুঁজে মানুষ অমন
পৃথিবীতে নেইকো তেমন
মানুষ যদি না হয় মানুষ ভাবায় ভীষণ এ মনকেও।


আপন স্বার্থ দেখতে গিয়ে হারিয়ে যাচ্ছে মানবিক বোধ
ভাবে না কেউ পরের কথা
তাইতো এমন জটিলতা
প্রতিহিংসায় মেতে আছে সুযোগ পেলেই নেয় প্রতিশোধ।


#অজিত কুমার কর