কঠিন পরীক্ষা
অজিত কুমার কর


সপ্তাহভর যাচ্ছ ঝরে
বিরতি আর দিচ্ছ কই
দেখছি শুধু ব্যাঙের নাচন
ঘরের কোণে বন্দি রই।


গান গাইলে বিড়াল কাঁদে
ঢোল বাজালে ভুলোর ঘেউ
ওরা কী চায় যায় না বোঝা
দেয় না বলে আমায় কেউ।


দিনেও যদি ঘুমিয়ে থাকি
সারাটা রাত ক'রব কী
একা একা অন্ধকারে
চিবাব কী হরতকি?


উল্টোপাল্টা ভেবে ভেবে
মগজ যদি বিগড়ে যায়
পাঠিয়ে দেবে রাঁচিতে ঠিক
'পাগল' তকমা লাগবে গা'য়।


মেঘবালিকা চতুর খুবই
করছে আমায় পরীক্ষা
আমিও তো শেয়ানা খুব
প্রচুর আমার তিতিক্ষা।


© অজিত কুমার কর