@                আস্থা


অসীম শক্তি লুকিয়ে আছে নিজের ভিতর
  একটুখানি সাহস পেলে ঝরে ঝরঝর।
           পাপের বোঝা দুর্বলতা
           এটি নিরেট সত্য কথা
  অন্ধ খোঁড়া শীর্ষে ওঠে পেরোয় সাগর।
                 ++++++


                     যায় না ভুলে


   পাখনা দুটো শক্ত হলে পাড়ি জমায় ঊর্ধ্বাকাশে
মা'র প্রয়োজন ফুরিয়ে গেছে, বাসাতে আর ফিরে না সে।
                 যায় না ওরা মাকে ভুলে
                 উড়ে বেড়ায় ফুলে ফুলে
যারা মধু খায় না তারা পোকা খোঁজে পাতায় ঘাসে।
                     ++++++++
                      বড়ই অচেনা


   যখন ছিল ধনৈশ্বর্য জুটত এসে অনেক পাখি
ধুঁকছি এখন অর্থাভাবে নিজেকে তাই সামলে রাখি।
             কোথায় গেল আসত যারা
              ভাবছে হয়ত গেছি মারা
চেনে না কেউ আজ আমাকে একটু নুয়ে মুখটা ঢাকি।
                   ********