নির্মল বিকেল তবু বিষণ্ণ কোয়েল
সুকঠিন হিমবাহ অজেয় দুর্জয়
উত্তাপে গলন শুরু তাই জাগে ভয়
বঙ্গ জননীর বুকে এ যে শক্তিশেল।
দোষীদের শাস্তি নাই কার জন্য জেল!
আগ্নেয়াস্ত্র, হাতে লাঠি, ওরা সভ্য নয়
রেখেছে ওদের ঘিরে সুরক্ষা বলয়
জামিন অযোগ্য ধারা, তবু পায় বেল।


এত রক্তপাত কেন, কে দেবে উত্তর?
নিরীহ মানুষগুলো বড় অসহায়
অপরাধ কী এদের দারিদ্র্য জর্জর
শাসক-বিরোধী পক্ষ, নেই কারো দায়!
শুধু স্তোক বাক্য নয়, সুরক্ষা জরুরি
গদির লালসা এত, হারাবে মাধুরী।