সমুদ্রসৈকতে


সাগরের নোনা জলে তৃপ্তি
মুখে চোখে ফুটে ওঠে দীপ্তি।
ঝিনুকের রাশি
আট থেকে আশি
ফিরে যায় খুশি নিয়ে নিত্যি।
------
মাল্যদান


ওই তো আসে ফুলকুমারী
বকুল মালা হাতে
পরাবে আজ সখার গলায়
বৃষ্টিভেজা রাতে।
-------
প্রলোভন


মানুষ কিন্তু অন্য সুরে
গাইছে এখন গান
ললিপপে বিষের গন্ধ
নিত্য কাড়ে প্রাণ।
--------
সম্মতি


চাবির গোছা পেয়ে গেছেন
ভাসান নদে তরি
সাগরপানে ছুটবে বেগে
সঙ্গে সহচরি।
-------
বাহক


পেতাম যদি দুইটি ডানা
যেতাম উড়ে উড়ে
বার্তাটুকু পৌঁছে দিতাম
খরা বাংলা জুড়ে।
-------
তমসাচ্ছন্ন


অন্ধকারে নিমজ্জিত
আলোকে পায় ভয়
কালের গতি অধোমুখী
এমন অবক্ষয়।
-------
প্রেম


হৃদয় দিয়ে হৃদয় পেতে হয়
বিশ্বভুবন তবেই আলোকময়।
-------
স্বপ্ন


এমন সুজন বিরল যে করে আপন
তবুও স্বপ্ন দেখার নেইকো বারণ!
------
তীর্থঙ্কর ভট্টাচার্য


সহমর্মী আর্যতীর্থ
যিনি আর্য তিনি তীর্থ
করেন মহান কাজ
আর্তজনের দেবতা তিনি
অঙ্গঢাকা সাজ।
আবার তিনি কবিও বটে
খুব কদাচিৎ এমন ঘটে
সাধ্য কী যে শেখাই আমি
শিখতে নাহি লাজ।
------
লোভ সংবরণ


নিয়ম নীতি মেনে চলার ইচ্ছে থাকা চাই
ভাঙার জন্য খড়গহস্ত প্রকাশ দম্ভটাই।
পেতে গেলে সুস্থ জীবন
জরুরি খুব স্পৃহা দমন
নিত্যদিনই যোগাভ্যাসের বিকল্প আর নাই।


# অজিত কুমার কর