* লাবণ্যময়ী পপি
দেখেছি তোমারে কোথা
কোথা, কোনখানে?
এবার পড়েছে মনে
উমার বাগানে।
তোমাকে ডাকল উমা
পপি পপি বলে
অমনি তাকালে তুমি
হাসি ঝলমলে।
পাশে ছিল মল্লিকা
টগর পারুল
অদূরে রক্তজবা
দোপাটি জারুল।
সহোদরা চুপচাপ
একেবারে গায়ে
পাপড়ি প্রগাঢ় নীল
দুলছিল বায়ে।
তোমাদের রূপ দেখে
আসে প্রজাপতি
মধুপ শোনায় গান
তাকায় মালতী।
## অজিত কুমার কর