লাগাতার বর্ষণ
অজিত কুমার কর


কদিন ধরেই টাপুর-টুপুর ঢাকনা গেছে খুলে
আজকে শুরু অঝোর ধারায় বই রেখেছি তুলে।
এমন দিনে কেউ কী পড়ে
কাগজ কেটে নৌকা গড়ে
স্রোতের টানে আমার নৌকা চলছে হেলেদুলে।


ভিজতে ভিজতে কারা আসে
খিলখিলিয়ে বেজায় হাসে
হতচ্ছাড়া ভোলা-পিন্টু, শাস্তি গেল ভুলে!


দুষ্টুমিতে বেজায় দড়
কেবল স্কুলেই জড়সড়
ঝাঁপাবে ঠিক দোলার পরে বটের ঝুরি ঝুলে।


মাছরাঙাটার নজর মাছে
গাছের ডালে ঘাটের কাছে
নড়নচড়ন নেইকো মোটেও তালপুকুরের কূলে।


কেন দিদির ডাকাডাকি
বৃষ্টিতে তুই ভিজবি নাকি?
আমায় জোর খামচে দিয়ে বোরোয় এলোচুলে।


© অজিত কুমার কর