লাগল গায়ে ছ্যাঁকা
অজিত কুমার কর


গিন্নি বলল, 'বাজারে যাও'
শুনেই ভ্যাবাচ্যাকা
সবজিতে হাত দিলেই জানি
লাগবে গায়ে ছ্যাঁকা।


হুকুম যখন যেতেই হবে
কী কী আনব বল
ফর্দ শুনে কাহিল আমি
গিন্নি ঝলমলো ।


পাঁঠার মাংস কেজি আটশো
তিনশো টাকা আদা
কতটা তেল পুড়বে এতে
বুঝবে কী তা রাধা।


কাঁচা লঙ্কা ওরেব্বাবা!
যাব না ওই দিকে
আমি কী আর বাদুড় নাকি
আমি তো চামচিকে।


আলু পটল পেঁয়াজ কিনে
ফেরার রাস্তা ধরি
কপালে বেশ দুঃখ আছে
সামলাবে শ্রীহরি।


© অজিত কুমার কর