মায়ের সঙ্গে এসেছিলে
ছিল দুভাই বোনও
শুধুশুধুই ফিরলে তুমি
কষ্ট কি নেই কোনও?


পূর্ণিমাতে সেই তো এলে
রাস্তা তো  নয় কম
রইলে তুমি গৃহ সবার
ক’রত যে গমগম।


কত রকম প্রসাদ মেলে
রইলে তুমি পাশে
এবারে আর ছাড়ব না মা
যেয়ো না কৈলাসে।


তিলের নাড়ু ক্ষীরের গজা
গরম ফুলকো লুচি
তরকারিও অনেকগুলো
হয়নি কি মা রুচি?


আলপনা দিই ঘরদুয়ারে
আসন রাখি পেতে
আসার পরদিনই মা গো
চেয়ো না যেন যেতে।


পা ধুইয়ে মোছার পরে
আলতা দেবো পা'য়ে
নতুন শাড়ি পরতে দেবো
গহনা দেবো গা'য়ে।


শাঁখ বাজিয়ে পুজব তোমায়
সারাটি রাত ধরে
সঙ্গে  থেকো খড়ে ছাওয়া
মাটির কুঁড়ে ঘরে।