*                এ কী আপদ


   মাস-মাহিনা ব্যাঙ্কে রাখি কাটমানিতে খাই
বিলাসবহুল জীবনযাপন কোনো চিন্তা নাই।
             হঠাৎ রানির সমন জারি
             সম্মুখে আজ বিপদ ভারী
লাখ নিয়েছি হাজার ফেরত, মারুক যত ঘাই।


*
                    কী ঝাঁঝ
                    
কথার ঝাঁঝে ভিরমি লাগে লঙ্কা তো কোন ছার!  
   ছোট বড় সকল নেতার সু-ভাষণ বারবার।  
               প্রতিশ্রুতির হড়পা বানে
             ভেসে গেলাম সাগর পানে
  অশান্ত আজ সারা ভারত হিংসাতে ছারখার।


*
                      শর্ত ভঙ্গ


       দুটি ষণ্ড শিবের বাহন ভৃঙ্গী এবং নন্দী
      দুদিন ছাড়া পালাবদল এমনতরো সন্ধি।
                    নন্দী চালাক খুব
                     যখনতখন  ডুব  
   ভৃঙ্গী বলে, কী রে নন্দী, এঁটেছিস বেশ ফন্দি!