মণিহারা ফণী


মণি থাকে মাথার ওপর এখন লুটায় ধূলিতে
কারা এমন করল কুকাজ এল না কেউ তুলিতে।
এটা দেশের চরম লজ্জা
অকালে মা'র মৃত্যুশয্যা
মোটেও সহমর্মিতা নেই দেশের নেতার বুলিতে।
--------


অমানুষিক অত্যাচার


মানুষ তো নয় ওরা কুকুর রাস্তাঘাটেই বলাৎকার
মণিহারা ভারতমাতার বাঁচার জন্য কী চিৎকার।
আহ্বানে কেউ দেয়নি সাড়া
নিরবতা নজরকাড়া
অন্ধ বধির পঙ্গু নিশ্চয় রুদ্ধ ছিল ঘরের দ্বার।
-------


চরম অসম্মান


করল যখন দিনের আলোয় কুমারীদের বেইজ্জত?
কোথায় ছিল দেশের মানুষ শূন্য তো নয় তখন পথ।
নেতা-মন্ত্রীর রক্ষাকবচ
দেশের অর্থ হয় তছনছ
নারী কেবল ভোগের বস্তু দেখছি না তো ভিন্নমত।


© অজিত কুমার কর