লিমেরিক: হচ্ছে এখন


তোমার বেগুনগাছে কলা আমারটাতে লিচু
ফলের ভারে ন্যুব্জ দেহ পাঠিয়ে দেব কিছু।
কেন এমন ছলাকলা
তোমার গাছে পাকা কলা!
দেখতে পেলে পবনপুত্র নেবে তোমার পিছু।


লিমেরিক : কলির বৃন্দাবন


বছর বছর করবে বিয়ে মদনখুড়োর এটাই পণ
আঠারোতেই প্রথম বিয়ে সাল ফুরোলেই বউ নূতন।
এখন বয়স ষাট ছুঁই ছুঁই
বদলায়নি কোনওকিছুই
নিজের বাড়ির নাম দিয়েছে 'কলিকালের বৃন্দাবন'।


লিমেরিক : খুড়ো চায় ছুঁড়ি


মদনখুড়ো এলেবেলে জাঁদরেল খুব খুড়ি
লাটাই থাকে খুড়ির হাতে টানলে নামে ঘুড়ি।
শ্যেনদৃষ্টি খুড়োর দিকে
কখন কবে ছিঁড়বে শিকে
ভেবে ভেবে প্রহর কাটে খুড়োর যে চাই ছুঁড়ি।


লিমেরিক : বাজারে আগুন


আগুনে আজ ঝলসে গেছি পাখার বাতাস দাও আগে
কর্তাবাবু হাঁপাচ্ছে খুব দেখে গিন্নির ভয় জাগে।
কী হল গো কোথায় ব্যথা
বলছ না যে মোটেও কথা
বাজার গেলে বুঝবে গিন্নি গা'য়ে কেমন তাপ লাগে।