*        বৈষম্য
    অজিত কুমার কর


বেটা রইবে দুধে-ভাতে
বুনো কচু বেটির পাতে।
       ভ্রূণেই মারো
        যত পারো
রইলে ফেলো নর্দমাতে।


ছ'মাস ধরে কেবল বেটা
কী করে হয় বলুন সেটা!
        দায়ী যারা
       মানুষ তারা!
অঙ্গরাজ্যে ঘটল এটা।


  ওড়াও বুলি বেটি বাঁচাও
উন্নাও-এ প্রাণ ছিনিয়ে নাও।
         মারছে রাশি
         হয় না ফাঁসি
অল্প শাস্তি, যতই চেঁচাও।


ঢক্কানিনাদ গোড়ায় গলদ
  এতদিনেও হলোনা রদ।
          আঁটে ফন্দি
         গোপন সন্ধি
বহিঃপ্রকাশ ভাবে গদগদ!