মা তোমাকে বলছি
অজিত কুমার কর


আমাকে না নিয়ে যখন
বাপের বাড়ি যেতে,
সকাল থেকেই ঘরে একা
বাবা তখন খেতে।


কী যে কষ্ট হতো আমার
শুধু আমিই বুঝি,
ঘরে তোমার শাড়ি ধরে
আঁচলে মুখ গুঁজি।


এলে তুমি দু'দিন পরে
কান্না কী আর থামে,
তুমি বলতে, 'এমন দুষ্টু
দেখিনি এই গ্রামে।'


পুঁটুলিতে তিলের নাড়ু
দিতে যখন হাতে,
'একটা কেন আর দুটো দাও'
কান্না থামত তাতে।


তুমি ছাড়া শূন্য ভুবন
বারেবারেই ডাকি,
আমার আঁকা তোমার ছবি
বুকপকেটে রাখি।


© অজিত কুমার কর