***
                        মা
                অজিত কুমার কর


আ-কার যুক্ত একটি বর্ণ শব্দ হয়ে ওঠে
শিশুর মুখে প্রথম ধ্বনি পুষ্প হয়ে ফোটে।
ওই ডাকে পায় নির্ভরতা বিঘ্ন হটে দূরে
শুধু মা ডাক জমা থাকে শিশুর হৃদয়পুরে।


কেউ দেবে না পৃথিবীতে এমন আদর স্নেহ
মায়ের কোলটি শিশুর কাছে পরম সুখের গেহ।
মা ছাড়া যে জীবন অচল হয় সে দিশাহারা
দু'হাত দিয়ে আগলে রাখে যত্নে জীবন সারা।