মা'র আঁচল
অজিত কুমার কর


বিটপীর শাখে শাখে পাখিদের নীড়
উড়ে যায় বহুদূরে সাঁঝে ফিরে রোজ
প্রকৃতি মায়ের সাথে প্রেম সুনিবিড়
সাথিহারা হলে করে শিস দিয়ে খোঁজ।


ওদের হৃদয়ে নেই বিভেদের বিষ
নয়নজুড়ানো রূপ, রঙের বাহার
কেউ খায় ফলমূল কেউ বা আমিষ
কখনো করে না ওরা রঙের বিচার।


যখন নিকটে সাথি করে কত ঢং
লেজ নাড়ে শিস দেয় সুরেলা মধুর
মানবের মনে লাগে গোধূলির রং
ওরা ঠিক বুঝে নেয় প্রিয়তির সুর।


কাকের বাসায় ডিম পাড়ে তো কোকিল
আপন ছানার সাথে ওরা বড় হয়
পাখিদের সাথে নেই মানুষের মিল
ওদের জীবন তাই এত মধুময়।