মধুময় সকাল
অজিত কুমার কর


গাঁথবে কখন মালা?
ফুল কুড়োতেই কাটল বেলা পূর্ণ হাতের ডালা।
সকালসকাল উঠে
আস তুমি সবার আগে শিউলিতলায় ছুটে।


পোশাক পরিপাটি
লাগল পা'য়ে শিশিরভেজা জন্মভূমির মাটি।
ছিলেম অন্তরালে
মন ক্যামেরায় বন্দি হলে তুমি প্রাতঃকালে।


বেড়াই ঘুরে ঘুরে
তোমার ছবি ভেসে বেড়ায় মনের সমুদ্দুরে।
তাকাও পিছন ফিরে
একটা সুযোগ দাও আমাকে ভিড়াই তরি তীরে।


তুলি প্যালেট হাতে
সামনে এসে দাঁড়াও তুমি আঁকতে পারি যাতে।
মুখটা একটু তোলো
হাসি যাতে ঠিকরে পড়ে ঠোঁট দুটিও খোলো।


© অজিত কুমার কর