ডালের গোড়ায় বসে কাটে ডাল-পালা
মানুষ মাত্রেই জানে করে না অন্যথা
অকারণে অপবাদ প্রাণে বড় ব্যথা
শিরে যার বিদ্যাবুদ্ধি দোলে গলে মালা।
মিথ্যার শিকার হলে কর্ণ ঝালাপালা
কালিদাস মহামূর্খ ডাহা মিথ্যা কথা
হেয় প্রতিপন্ন কবি ভুবনে অযথা
অসম্মান অপমান নিদারুণ জ্বালা।


দেখেছেন স্বর্গ হতে কালিকামুরতি
দিয়েছেন পূর্ণ করে  জ্ঞানের ভাণ্ডার
কুমারসম্ভব কাব্য কবি-অবদান।
খ্যাতির সুউচ্চ চূড়ে অনির্বাণ জ্যোতি
সহস্র মাণিক্যে গাঁথা গলে মণিহার
কবিশ্রেষ্ঠ কালিদাস বিশ্বে সুমহান।