ফ্ল্যাশবাল্বের ঝলকানি থেকে
নিজেকে সরিয়ে মগ্ন রইলে
                      অমৃতের সাধনায়।
ছিলে অন্তরালে।
এবার সকল বাঁধন ছিন্ন করে
পাড়ি দিলে অমর্ত্যলোকে
                  অসীমের আহ্বানে।
ছায়াঘন বিটপীর পাশে
       চোখে পড়ে দোরবন্ধ
              সুউচ্চ অট্টালিকা সারি।
মননের ক্যানভাসে
            এঁকেছি শ্রদ্ধার আলপনা।
কাছে গিয়ে প্রণতি জানাবার
                     হয়নি সুযোগ।
ব্যাকুলতা রয়ে গেল চাপা
                     মনের গহিনে।


ভেসে ওঠে ভ্রূর কাঁপন,
       উচ্ছল হাসি,
               অবজ্ঞার বক্রগ্রীবা।
সুললিত কণ্ঠে সপ্তপদী–র
     রীনা ব্রাউনের
          সংলাপ বলার
             অনবদ্য দৃপ্ত ভঙ্গিমা।
এমনই আরও কত
       আবেগসিক্ত মুহূর্ত।


বিদায়বেলা সাশ্রুনয়নে
       একগুচ্ছ রজনিগন্ধা নিয়ে
                   নিষ্ফল প্রতীক্ষা।
সবার অলক্ষ্যে
          নিঃশব্দে হলে
                   পঞ্চভূতে বিলীন।