মাণিক্য ৫৬ - ৬৫
অজিত কুমার কর


তোমায় দেখে লোপ পেয়েছে শ্রবণশক্তি সবটুকু
এত কোলাহলও যেন কোয়েল-কোয়েলার কু-কু। ৫৬


বারেবারে কষ্ট, আঘাত দিলেও তুমি আমাকে
মনোদ্যানে ফোটা কুসুম দিয়েই যাব তোমাকে। ৫৭


নৈরাশ্যের উষ্ণতাতে পুড়ে ভষ্ম হলেও সব
আমার প্রয়াস অব্যাহত অবিশ্রান্ত চলবে স্তব। ৫৮


এমনভাবে করছ কেন অপলকে দৃষ্টিপাত
সম্বিত হারাবে তুমি, আসবে ফিরে প্রত্যাঘাত। ৫৯


অযোগ্য নই তাই করি না ওদের সাথে পরিচয়।
তাইতো আমার একটুও নেই প্রতারিত হবার ভয়। ৬০


মন ভোলাতে ছবি দেখাও ভর্তি গেলাস দাও সাকি
ভালো করেই জান তুমি তৃষাতেও চুপ থাকি ৬১


অধোবদন থেকো না আর তোলো তোলো মুখ এবার
দৃষ্টিদান ও দৃষ্টিপানে হৃদয় ভরে চমৎকার। ৬২


রংবেরঙের চিত্র দেখি অর্থ বোধগম্য নয়
কী অপরূপ এই ধরণি সত্যি কত বর্ণময়। ৬৩


কোথাও কিছু রইলে ঢাকা দেখার জন্য খুঁজবে ছল
মৌমাছি বা ভ্রমর জানে কখন পুষ্প মেলবে দল। ৬৪


সব রহস্য ওড়না-ঢাকা করতে চাও না উন্মোচন
সাকি তুমি রসিকরাজা যেমন কথা সুর তেমন। ৬৫


© অজিত কুমার কর