মাণিক্য ৪৬ - ৫৫
অজিত কুমার কর


যেথায় খুশি উড়ে বেড়াই খাঁচা-বন্দি করো না
কুন্তলিনী, চাবুক দিয়ে অমন করে মেরো না। ৪৬


আমি নীচে তুমি গাছে গেয়েই যাচ্ছ মধুর গান
জানি না তা শুনছে কে বা তুমিই জান ভগবান। ৪৭


কান দিয়েছ শোনার জন্য ক'জন পেতে রাখছে কান
শোনার যদি ইচ্ছা না রয় বৃথা তোমার কর্ণ দান। ৪৮


হন্যে হয়ে খুঁজে বেড়াই অজানাকে জানতে চাই
সাগর সেঁচে ক'জন আমরা কতটুকু মুক্তা পাই। ৪৯


জিজ্ঞাসাবাদ করতে গেলে কেবল লোকের ধমক খাই
যা বলল সত্য কিনা করবে সেটা কে যাচাই? ৫০


সত্য উদঘাটনের প্রয়াস চলছে বিশ্বে নিরন্তর
উদ্ঘাটনে ব্যর্থ হলে সহ্য করা কষ্টকর। ৫১


মুক্তি দিতে কে বলেছে মুক্ত হতে চায় না মন
প্রেম নদীতে হাবুডুবু খেতেই জীবন সমর্পণ। ৫২


নানারকম উপচারে সাজিয়েছি এই ডালি
উজাড় করে দিয়েছি সব এবার তবে দীপ জ্বালি। ৫৩


চোখ পাকায় না, ধমক দেয় না জীবন বড়ই ম্যাড়মেড়ে
নজরদারি করুক কাজের বাঁচি আমি হাঁফ ছেড়ে। ৫৪


দুর্বিপাকে ছিঁড়ে গেছে আমার মনোবীণার তার
তুমি যদি না জুড়ে দাও কেমন করে বাজবে আর। ৫৫


© অজিত কুমার কর