কীসের জন্য ছিলাতে টান লক্ষ্যভ্রষ্ট হয়নি তির
অনুতাপে দগ্ধ হয়ে ছড়াও বাণী প্রশান্তির। ১


জীবন আমার কাটছিল বেশ ফুরিয়ে যেত এক সময়
চলতে চলতে বুঝতে পারি তুমি কত বর্ণময়। ২


বলব বলে এগিয়ে গেছি বিভ্রান্ত উদ্ভ্রান্ত
যা বেরোল তখন মুখে এ চিত্ত কি তা জানত? ৩


ডেকে আমায় পাঠায়নি কেউ তবুও পথে পা বাড়াই
নাকানিচুবানি খেয়ে ভাবতে বসি কেন যাই। ৪


প্রত্যাশা যে গগনচুম্বী আরও আরও আরও চাই
যা পেয়েছি স্বল্প খুবই চাওয়ার কোনো অন্ত নাই। ৫


যা যা বলব ভেবেছিলাম আগেই দিল সব বলে
ওসব আমার মনের কথা কীভাবে যায় ওর কলে! ৬


প্রেমার্ণবে সিনান করে হল ব্যথার উপশম
নতুন ব্যথা চাগাড় দিল কোথায় পাব তার মলম? ৭


হে নৈরাশ্য গ্রাস করো না সামলে নিতে সময় দাও
সঞ্চয়ে যা ছিল আমার কেন ফুঁয়ে সব ওড়াও। ৮


মাঘ-পৌষের হিমানিতে ফুল যদি হয় বিবর্ণ
ঋতুরাজের আবির্ভাবে পাপড়ি পাবে স্ব-বর্ণ। ৯


পেতে পার বিশ্বভুবন এক লহমায় সংকেতে
তবে কেন দীনের মতো দাঁড়িয়ে আছ হাত পেতে। ১০