মাণিক্য ৬৬ - ৭৫
অজিত কুমার কর


দুঃখমোচন হবে কীসে জমে জমে পাথর সব
বাসনা যা যাচ্ছি করে ভাবছ বলছি অবাস্তব। ৬৬


সারাজীবন প্রেমের কাঙাল কখন এসে ধরবে হাত
যত দুঃখ হৃদয়পুরে দেবে কত আর আঘাত। ৬৭


রাস্তা কারো নিজস্ব নয় হেঁটে বেড়ায় সকলে
ক্লান্ত হয়ে যখন বসি বলছ কেন যাও চলে? ৬৮


রক্তধারায় ঘৃণা-হিংসা দূরীভূত হবার নয়
বিদ্বজ্জন বুঝতে পারে সত্যিকারের পরিচয়। ৬৯


কী খেলা যে খেলছো তুমি ভেঙো না এই খেলাঘর
ফুল-বিছানো পথ চাই না কাঁটাও খোঁজে এ অন্তর। ৭০


পরমুখাপেক্ষী তো নয় প্রাণী-বৃক্ষ স্বনির্ভর
স্বাবলম্বী নয়কো মানুষ সাহায্য চায় নিরন্তর। ৭১


কেমন করে বুঝবো বলো তোমার হাতের কারসাজি
পড়ে গেলাম পাতা ফাঁদে খেতেই হলো ডিগবাজি।৭২


কুঠুরিতে কাটছে জীবন স্বাধীনতা নেই আমার
পথেঘাটে ঘোরে যেজন পদে পদে বিপদ তাঁর। ৭৩


আকাশে চিল চতুর ইগল বিহঙ্গ নয় নিশংসয়
আমি হলাম খাঁচার পাখি জীবনহানির নেইকো ভয়। ৭৪


পাঠিয়েছো ভূমন্ডলে রক্ষা করার দায় তোমার
এখনও তো দাওনি দেখা কেন এমন নির্বিকার? ৭৫


® অজিত কুমার কর