প্রেম ছাড়া কী জীবন বাঁচে প্রেম ব্যতীত জীবন কাঠ
সময় আমার ফুরিয়ে এল কবে দেবে প্রেমের পাঠ? ৩৬


কারাগারে বন্দি থাকে সাজাপ্রাপ্ত কয়েদি
অতৃপ্ত বাসনা দিয়ে বক্ষে তৈরী এক বেদি। ৩৭


তুমিই বল কতগুলো মুক্ত থাকে শক্তিতে
এত দুঃখ ছোট্টো বুকে রেখেছো কোন যুক্তিতে? ৩৮


ফুল ছিল না কাঁটাই ছিল তাতেই ক্ষতবিক্ষত
ডাকার সময় পেলাম কোথায় সারাজীবন বিব্রত। ৩৯


শূন্য নাকি পূর্ণ সবই ঘেরা পুরো রহস্যেই
মহান সাকি দাওনা বলে ভাবার কোনো ব্যাপার নেই। ৪০


মাটির সাথেই মিশে আছি সংজ্ঞা তো অবলুপ্ত
জীবনকাঠি তোমার হাতে চাইলে কর প্রসুপ্ত। ৪১


ভূমণ্ডলে কেউ কখনো পায় না আয়ু অনন্ত
ফুলের পাপড়ি পড়বে ঝরে বিদায় নিলেই বসন্ত।৪২


যত সুন্দর হোক না কেন হারিয়ে যাবে এলেই দিন
তাদের খুঁজে পাবে না কেউ যাদের দূরদৃষ্টি ক্ষীণ।৪৩


আমার ভিতর তোমার প্রকাশ কেবল তোমার ইচ্ছাতেই
আমি কেউ নয় সবই তুমি আমার তো অস্তিত্ব নেই। ৪৪


শীত-গ্রীষ্ম, বর্ষা-শরৎ, হেমন্ত বা বসন্ত
আমার কাছে সবই সমান খাঁচাই আকাশ অনন্ত। ৪৫