মানিক্য ২৬ - ৩৫
অজিত কুমার কর


সরলরেখার প্রান্ত কোথায় খুঁজতে গিয়ে খেই হারাই
চলছি আমি চলেই যাচ্ছি চলার কোন বিরাম নাই।২৬


বোবা-কালা-অন্ধ যে'জন নীরব নিশীথ তাঁর ভুবন
কেন এমন বিড়ম্বনা একবারই তো দাও জীবন!২৭


যতই ব্যথা দাও-না আমায় সহ্য করার শক্তি দাও
ডেকেই যাব যদিন বাঁচি অভাজনের অর্ঘ্য নাও।২৮


যাত্রাপথে হলাম আমি কত বাধার সম্মুখীন
প্রবল ঘূর্ণি আসতে পারে হয়তো হব তায় বিলীন।২৯


কে মিটাবে প্রবল তৃষা শুষ্ক শূন্য পেয়ালা
হাতে তোমার পূর্ণ পাত্র তবুও কেন দাও জ্বালা।৩০


কেবল মৃত্যু প্রশান্তি দেয় কাড়ে জীবনযন্ত্রণা
এর কি কোনো বিকল্প নেই কেন এমন বঞ্চনা?৩১


আমার কাছে দুটোই সমান আলো এবং অন্ধকার
এমন হতাশগ্রস্ত আমি এর দায় কি সব আমার?৩২


যদি তুমি বন্ধ রাখো বৈকুন্ঠের সকল দ্বার
তখন নিজেই পথ পাবে না স্বর্গ থেকে বেরোবার।৩৩


ছুটছে নদী সাগরপানে অব্যক্ত তাঁর কথা
গভীর খরস্রতা কোথাও, বক্ষে কোথাও নাব্যতা।৩৪


বিশ্বাসে ভর ক'রে এগোই অবিশ্বাসের হ্যাঁচকা টান
দোটানাতে এগোই পিছোই সিদ্ধান্তে সন্ধিহান।৩৫


© অজিত কুমার কর