মাথার ওপর কার চাঁদোয়া
অজিত কুমার কর


যে শামিয়ানার রং বদলায়
প্রত্যহ ক্ষণে ক্ষণে
তাঁর কারিগর প্রকৃতি নিজেই
কাজ করে একমনে।


দুই গোধূলিতে তুলির আঁচড়ে
প্রকৃতি চিত্র আঁকে
পুলক জাগায় প্রশান্তি আনে
মনে রং লেগে থাকে।


আষাঢ়-শ্রাবণে চাঁদোয়ার রং
ধূসর কিংবা কালো
ঝিরঝির ঝির বৃষ্টি নামলে
কদম ছড়ায় আলো।


শামিয়ানাটাকে একটু সরিয়ে
উঁকি মারে রামধনু
মানুষ পারে না আঁকতে এমন
অতি মনোহর তনু।


শরৎ এলেই সারাটা অঙ্গ
ভরে যায় কাশফুলে
পৃথিবীর প্রাণি খুশি হয় দেখে
যত ব্যাথা যায় ভুলে।


শামিয়ানা পায় অনন্য রূপ
দিনে নয় রাত্রিতে
লাখো তারকার মেহফিল চলে
প্রাণীদের সুপ্তিতে।


© অজিত কুমার কর