মাটি, ভাষা মা ও জননী


মায়ের ভাষা ভালোবাসা আমার ভাষা
পাখির ছানা মাকে খোঁজে কখন আসে
মায়ের গন্ধ বুঝতে পারি অনায়াসে
মার আঁচলে মজুদ থাকে সবার আশা।


অঙ্গরাজ্য সোনার বাংলা  জন্মভূমি
এই মাটিতে প্রাণের পরশ নেইকো জুড়ি
শৈশবে দিই এই মাটিতেই হামাগুড়ি
মায়ের কোলে সারাটাদিন কী দুষ্টুমি।


বুকের দুধেই উঠছি বেড়ে দারুণ খেতে
তিন বছরে শিলেট খড়ি অ-আ শেখা
মা এঁকে দেয় মই বোলাতে রূপরেখা
বাবু হয়ে বসতে বলে আসন পেতে।


বাংলা ভাষা সহজ সরল, সোনার খনি
লেখার জন্য ওখান থেকেই রসদ খুঁজি
বিদ্যাসাগর লিখেছিলেন এর ঠিকুজি
সমান প্রিয় ভাষা-মাটি-মা-জননী।


#অজিত কুমার কর