মাটির 'পরে ঝরাপাতা
অজিত কুমার কর এবং


না না না ঝরাপাতার নেইকো অভিমান
যখন ঝরে বুঝে গেছে সে জড়, নিষ্প্রাণ।
জন্ম হলে মৃত্যু হবেই হয় না ব্যতিক্রম
সারাজীবন শুধুই কর্ম যতদিন সক্ষম।


সাধ্যমতো কাজ করেছে এবার অবসর
ঝরাপাতাও করতে পারে ভূমিকে উর্বর।
বৃক্ষমতার কোলে ছিল এবার স্থান বদল
মাটির সাথে মিশে যাবে পেলেই একটু জল।


কাঠফাটারোদ স্বস্তি পেতে ছায়ার প্রয়োজন
গাছ নেড়া তাই পাখিও আর আসে না এখন।
পল্লবিত নতুন পাতা নেবে সব দায়ভার
বসন্তকাল আসে কেবল বছরে একবার।


জননী পায় বাঁচার রসদ কর্ম প্রতিদিন
প্রাণবায়ু পায় সকল প্রাণী তাই যাপন মসৃণ।
সারাটারাত পাখির সাথে কাটে ওদের বেশ
ওরা সবাই নীড় ছেড়ে যায় রাত্রি হলেই শেষ।


ঝলমলানো রবির আলোয় যৌবনে উজ্জ্বল
আন্দোলিত হতে থাকে গাছের ফুল ও ফল।
কত স্মৃতি উঠছে ভেসে আনন্দদায়ক
কর্মযজ্ঞ শেষ হয়েছে এ জীবন সার্থক।


© অজিত কুমার কর