মাত্র একদিন
অজিত কুমার কর


স্নিগ্ধ প্রভাতে গা'য়ে হাওয়া ফাল্গুনী
আকাশের গায়ে দাগ নেই একটুও
মেঘ জমবে না আজ-কাল-পরশুও
দুই কোকিলের কথোপকথন শুনি।


হলদে রঙেই ঝলমল সারা মাঠ
রবি-চুম্বনে আকাশের গাল লাল
কী চমৎকার রঙিন প্রাতঃকাল
ভোরের আজান শিবের স্তোত্রপাঠ।


রাস্তার পাশে কত বৃক্ষের সারি
হোলি পূর্ণিমা মিলন-মহোৎসব
প্রীতির আবিরে রঞ্জিত অবয়ব
কুড়ায় পলাশ প্রাতর্ভ্রমণকারী।


মুক্ত সবাই বাঁধা নেই গণ্ডিতে
বিচিত্র রূপ কিম্ভুতকিমাকার
প্রেমের প্লাবনে ঝংকৃত বীণাতার
প্রমত্ত আজ বসন্তসংগীতে।


প্রকৃতির হোলি সারাটা বছর ধরে
মানুষের মেলে বছরে একটি দিন
কত ব্যস্ততা উদ্বেগ সীমাহীন
পত্রে পুষ্পে সেজে ওঠে থরে থরে।


© অজিত কুমার কর