মাতৃভাষা আমার ভাষা


যে ভাষাটি লড়াই করে রক্ষা করল ভাষার মান
সেই ভাষাটির চর্চা কর, করো না কেউ অসম্মান।
সেই ভাষাটি বাংলা ভাষা অন্য কোন ভাষাই নয়
বড়ই ব্যথার সেই কাহিনী ভরদুপুরে রক্তক্ষয়।


'আয় এদিকে', শিশু বোঝে, 'দুধমাখা-ভাত খাবি আয়'
'যা উড়ে যা', পাখিও বোঝে, 'সরিয়ে দিলাম অন্তরায়'।
সহজ ভাষা মাতৃভাষা সবার মুখেই সাবলীল
শিশুর মুখে মা-ডাক শুনে মা'র আনন্দ অনাবিল।


ভাষাই যোগাযোগের সেতু খুব সহজেই বার্তালাপ
কথার গায়ে সুর লাগালে মনমুকুরে ফেলবে ছাপ।
চলে ভাবের আদান-প্রদান দূরও তখন হয় নিকট
খোলা আকাশ মুক্ত বাতাস কাটিয়ে দেবে সকল জট।


ভাটিয়ালি গানের সুরে উথালপাতাল হৃদয় মন
মাঝ দরিয়ায় প্রবল স্রোতে ঢেউ-মাঝিতে কঠিন রণ।
ঘোর বিপদে মন মজে রয় ওই দেখা যায় সবুজ দ্বীপ
তীরে তরি যেই ভিড়েছে পড়ল চোখে জ্বলছে দীপ।


সব ভাষাতেই সুধা আছে কণ্ঠে ঝরুক সাম্যগান
গানের সুরে প্রকাশ পাবে প্রাণের সাথে প্রাণের টান।
'আকাশভরা সূর্য তারা'-র বার্তা ভীষণ আন্তরিক
কত দরাজ হৃদয় ওদের আলোকোজ্জ্বল চতুর্দিক।


@ অজিত কুমার কর